মালদ্বীপের প্রধান বিচারপতি ও সাবেক রাষ্ট্রপতি গ্রেফতার

মালদ্বীপের প্রধান বিচারপতিকে আটক করেছে পুলিশ। জরুরি অবস্থা জারির কয়েক ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হলো। কোনো ধরনের অভিযোগ ছাড়াই মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি আবদুল্লাহ সাঈদ ও সুপ্রিম কোর্টের আরেক বিচারপতি আলী হামিদকে আটক করা হয়। আটক হয় সাবেক প্রেসিডেন্ট ও বিরোধী দলের নেতা মামুন আব্দুল গাইয়ুমকেও।

১৯৭৮ সাল থেকে ২০০৮ পর্যন্ত মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন গাইয়ুম। তিনি বর্তমান প্রেসিডেন্ট ইয়ামিন আবদুল গাইয়ুমের সৎ ভাই। তদন্তের জন্য তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে, সুপ্রিম কোর্ট ভবনে তাণ্ডব চালায় সেনারা। বিচারপতিদের ঐ ভবনেই বেশ কয়েকঘণ্টা আটক করে রাখা হয়।

অনির্দিষ্টকালের জন্য পার্লামেন্ট অধিবেশনও স্থগিত করা হয়। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ বেশ কয়েকজন বিরোধী নেতার কারাদণ্ড বাতিলের জন্য সুপ্রিমকোর্টের নির্দেশ সরকার নাকচ করলে, মালদ্বীপে রাজনৈতিক অস্থিরতা নতুন রূপ নেয়।

শেয়ার করুন