আশুলিয়ায় ট্রাকচাপায় চিকিৎসক নিহত

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় রুবেল দেওয়ান নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রয়ারী) ভোরে আশুলিয়ার মড়াগাং এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে ।

নিহত ডাঃ রুবেল দেওয়ান (৩৮) আশুলিয়ার জিরাব এলাকার আবু সাঈদ দেওয়ানের ছেলে।তিনি সাভারের তালবাগ এলাকায় থেকে একটি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা দিতেন।নিহত চিকিৎসক ডা. রুবেল দেওয়ান সাভারের সিরআরপিসি রেড ক্রিসেন্ট সোসাইটিতে কর্মরত ছিলেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক মনিরুজ্জামান জানান, রুবেল ঢাকা থেকে ভোরে প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো গ-২৩-৯৭১১) রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তার অসুস্থ শ্বশুরের অপারেশন দেখে সাভারের তালবাগ এলাকার বাড়িতে ফিরছিলেন। মড়াগাং এলাকায় পৌঁছলে তাদের প্রাইভেটকারের চাকা থেকে শব্দ হচ্ছিল। এতে তিনি ও তার গাড়িচালক গাড়ি থেকে নেমে সড়কের পাশে চাকার ত্রুটি বের করার চেষ্টা করছিলেন। এ সময় রুবেল গাড়ি থেকে নামতে গেলে একটি দ্রুত গতির ট্রাক তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় প্রাইভেটকারের চালক সুফিয়ান মিয়াকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন