উত্তর বন্দর গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসা ও পুরস্কার বিতরণ

আনোয়ারায় গাউছিয়া হাশেমীয়া মাদ্রাসার সালানা জলসায় তকরির করছেন আল্লামা গাজী শফিউল আলম নেজামী। ছবি : প্রতিনিধি

আনোয়ারা : ইমামে আহলে সুন্নাত, পীরে কামেল, শাহ্ সুফি আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (মু.জি.আ.) বলেছেন, মানুষের স্বভাবজাত ভালোবাসা যতই থাকুক না কেন পূর্ণ ইমানদার হতে হলে নবী কারিম (সা.) এর প্রেম সবকিছুর উর্ধ্বে থাকতে হবে। তাই তো ইমানদাররা নবী কারীম (সা.)কে ভালোবাসে সবটুকু আন্তরিকতা দিয়ে। নবী (সা.) এর নাম যখনই কোনো মুমিন বান্দার কানে আসে, সঙ্গে সঙ্গে মুমিন বান্দা চরম আবেগ প্রেম-ভালোবাসায় আপন জবান দিয়ে উচ্চারণ করে ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’। নবী কারিম (সা.) এর ওপর বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে সালাত ও সালাম। যারা নবী প্রেমিক নয় তারা কখনো ইসলাম প্রেমিক হতে পারে না। নবী কারিম (সা.) এর প্রতি মুহাব্বত খোদাপ্রাপ্তির পূর্বশর্ত।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাদে এশা আনোয়ারা উপজেলার উত্তর বন্দর গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বাণীতে উপরোক্ত কথাগুলো বলেন।

উদ্বোধনী বক্তব্য রাখেন বৈরাগ ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন চৌধুরী। প্রধান ওয়ায়েজ ছিলেন ছিপাতলী বহুমুখী গাউছিয়া মঈনিয়া আলীয়া মাদ্রাসার প্রধান মুফাচ্ছির আল্লামা গাজী শফিউল আলম নেজামী। মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন আহসানুল উলূম গাউছিয়া আলীয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি কাযী মুহাম্মদ আবুল এরফান হাশেমী, আল্লামা হাশেমী মিশন বাংলাদেশের চেয়ারম্যান কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, গাউছিয়া হাশেমী কমিটির যুগ্ম আহবায়ক মাওলানা কাযী মুহাম্মদ জিয়াউদ্দিন হাশেমী।

স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক মাওলানা মনির আহমদ আনোয়ারী। মাদ্রাসার সভাপতি আহমদ হোসেন ও নুরুল করিমের পরিচালনায় আরো তকরির পেশ করেন কুতুব শরীফ দরবারের শাহজাদা মাওলানা জিল্লুর করিম আল-কুতুবী,রায়পুর গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা সোলায়মান আল-কাদেরী বোয়ালখালী আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক হাফেজ মাওলানা মুহাম্মদ গোলাম হোসেন, বরুমচড়া গাউছিয়া মঈনুল উলূম মাদ্রাসার সহ-সুপার মাওলানা আবুল হাশেম আনোয়ারী, বড়উঠান গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ইলিয়াছ আজম নূরী, সুরুতবিবি জামে মসজিদের খতিব মাওলানা ফেরদৌস আলম আল-কাদেরী, শায়ের মাওলানা এনামুল হক এনাম, মাওলানা শহিদুল ইসলাম আল-কাদেরী, মাওলানা হাশেমুজ্জামান জালালী, মাওলানা হেলাল উদ্দিন খান আল-কাদেরী প্রমুখ।