খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি’র বিক্ষোভ
ঢাকার উত্তর প্রবেশদ্বার বন্ধ করে দেয়া হবে : সালাউদ্দিন

মোঃ আরিফ হোসেন, আশুলিয়া প্রতিনিধি : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা জেলা বিএনপি’র দলের নেতা-কর্মীরা আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেন।

খালেদা জিয়াকে দুর্নীতির অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালতে ৫ বছরের স্বশ্রম কারাদন্ড দেয়। এ মামলায় দন্ড দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে আশুলিয়ায় বিএনপি এ মিছিল ও সমাবেশ করেছে।

সোমবার (১২ই ফেব্রুয়ারি) সকাল ৭টায় আশুলিয়ার বেরন ইস্টার্ন হাউজিং মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের সামনে গিয়ে একটি সমাবেশে মিলিত হন। মিছিলে নেতৃত্ব ও সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি সাবেক সাংসদ ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। মিছিলে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নেতা ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি আবদুর রহমান বাবুল, ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলক, রাসেদুল আহসান রাসেদ, আশুলিয়া থানার স্বেচ্ছাসেবকদল সাধারণ সম্পাপদক জিল্লুর রহমান, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মহন, ইয়ারপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, নজরুল ইসলাম, আশুলিয়া থানা জিয়া পরিষদের সভাপতি পিয়ার আলী, আশুলিয়া থানার ৫ ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মিছিল পরবর্তী সমাবেশে সাবেক এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বলেন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তাকে মুক্তি দেয়া না হলে ঢাকার উত্তর প্রবেশদ্বার বন্ধ করে অচল করে দেয়া হবে।

তিনি আরও বলেন, সাজানো মামলায় সরকার ষড়যন্ত্রমূলকভাবে দলের চেয়ারপার্সন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দিয়ে নির্বাচন থেকে সরিয়ে রেখে একদলীয় নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। সরকারের ষড়যন্ত্রমূলক এ নীতি থেকে সরে এসে বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন দেয়ার জন্য আহ্বান জানান। এছাড়া বেগম জিয়ার মুক্তির দাবিতে ঢাকা জেলা বিএনপি আগামী সকল কর্মসূচীতে সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অন্যথায় যেকোন পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবেন বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি বিশেষ আদালত। সেই মামলায় খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ আরো পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত।

শেয়ার করুন