বিশ্বশান্তি কামনায় শ্রীশ্রী গীতাযজ্ঞ ও মহতী ধর্মসভা

শ্রীশ্রী গীতাযজ্ঞ ও মহতী ধর্মসভায় বক্তব্য রাখছেন, চট্টগ্রাম সীতাকুন্ড শংকরমঠ ও মিশন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী

শংকর চৌধুরী : ধনবল, জনবল, বাহুবল চিরদিন থাকে না। সর্বশক্তিমান বিশ্বপিতার স্মরণ কর, ভীত হও বাবামনি’র অমৃত বাণীতে। কলিহত জীবের মঙ্গল ও বিশ্বশান্তি কামনায় শ্রীশ্রী গীতাযজ্ঞ ও মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জেলা শহরের মহিলা সড়কস্থ কৃষ্ণনগর শ্রীশ্রী শংকরমঠ পার্থ সারথী আশ্রমে ভোর হতে মঙ্গলারতি ও হরি ওঁ কীর্তন, শ্রীশ্রী চন্ডীপাঠ, শ্রীশ্রী গুরুপূজা শেষে সকাল ৮টায় শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞের শুভারম্ভ হয়। যজ্ঞের পৌরহিত্য করেন, চট্টগ্রাম সীতাকুন্ড শংকরমঠ ও মিশন অধ্যক্ষ, শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট সনাতনী চিন্তাবিদ ও দানশীল ব্যক্তিত্ব অধ্যাপক কেশব চৌধুরী। দুপুরে মহাপ্রসাদ আস্বাদন দীক্ষাদান ও ধর্মীয় সংগীতাঞ্জলী অনুষ্ঠিত হয়।