ভাষা শহীদদের স্মরণে সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসো’র সভা
সংবাদপত্র শিল্পে কম্পিউটার বিভাগে কর্মরতদের অবদান অনস্বীকার্য : ফরিদ মাহমুদ

আলোচনা সভায় বক্তব্য রাখছেন আওয়ামী যুবলীগ মহানগর যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ   -ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : সংবাদপত্র শিল্পে কম্পিউটার বিভাগে কর্মরতদের অনন্য ভূমিকা রয়েছে। কম্পিউটার অপারেটর ছাড়া প্রতিদিন সকালে ঝকঝকে সুন্দর সংবাদপত্র আশা করা যায় না। এ শিল্পে আপনাদের অবদান অনস্বীকার্য। আপনাদের কাজ বেশি গুরুত্বপূর্ণ। সে তুলনায় আপনাদের মর্যাদা কম, হয়তো সুযোগ সুবিধাও কম। আপনারা সংগঠিত থাকবেন গুরুত্ব আর মর্যাদা প্রতিষ্ঠার চেষ্টায়। এতে দেশ সমাজ সংগঠন শক্তিশালী হবে। ঐক্যবদ্ধ সাংগঠনিক কার্যক্রম বেশি শক্তিশালী।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সংবাদপত্র কম্পিউটার এসোসিয়েশন চট্টগ্রাম কার্যালয়ে ভাষা শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী যুবলীগ মহানগর যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ।

মহান ভাষা আন্দোলনে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি বলেন, মাতৃভাষার জন্যে চট্টগ্রামেরও অনন্য ভূমিকা রয়েছে। ভাষা সৈনিক মাহবুবুল আলমের ‘‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’’ কবিতার লাইন উচ্চারণে তাঁর অবদানের কথাও শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃভাষা বাংলাকে আন্তর্জাতিক মর্যাদার আসনে আসীন করেছেন। প্রধানমন্ত্রী দেশ ও জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি বলেন-‘আগামীতে আরো বড় পরিসরে দেশ ও জাতির সেবা করতে চাই। আপনাদের আরো কাছে থাকতে চাই। এজন্য প্রয়োজন আপনাদের দোয়া-আশীর্বাদ সর্বোপরি আন্তরিক ভালবাসা।’

অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-উর-রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা শেখ নাছির আহমেদ, সমাজকর্মী আশরাফুল গণি। কায়েস চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রতন বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. রকিবুল হক, রফিকুল ইসলাম, সাগর বড়ুয়া, আজগর আলী সোহেল, ইউনুছ মেহেদী, মুকুল সিকদার, সঞ্জয় পাল, ফোরকান এলাহী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

শেয়ার করুন