চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশে স উ ম আবদুস সামাদ
সাম্প্রদায়িক উস্কানিদাতা মুফতি ফয়েজ ও বাবুনগরীকে গ্রেফতার করুন

৩ মার্চ উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি

চট্টগ্রাম লালদীঘি চত্বরে ইসলামী ফ্রন্ট নেতা আবুল হোসেন আকল মিয়ার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের প্রতিবাদী বিক্ষোভ মিছিল। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : আহলে সুন্নাত ওয়াল জমা’আত হবিগঞ্জ চুনারুঘাট উপজেলা সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া হত্যার প্রতিবাদে আহলে সুন্নাত ঘোষিত ৩ দিনের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনে সারাদেশের ন্যয় চট্টগ্রামেও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

শুক্রবার (২ মার্চ) বাদজুমা লালদীঘি চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর শাখা।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ভারপ্রাপ্ত মহাসচিব জননেতা স উ ম আবদুস সামাদ।

স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট নগর উত্তর সাধারণ সম্পাদক জননেতা নাছির উদ্দিন মাহমুদ। প্রধান অতিথি স উ ম আবদুস সামাদ বলেন, ১৯৭১ সালে মুজাহিদ বাহিনী গঠন করে যারা এদেশে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, নিরীহ জনগণের ঘর-বাড়ি জ্বালিয়ে দেশকে হানাদার বাহিনীর হাতে তুলে দেয়ার অপচেষ্টা চালিয়েছিল তারা আজ জৈন্তাপুরের মানুষদের ঘর-বাড়ি জ্বালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

তিনি আরো বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে ঐক্য জোটের মহাসচিব মুফতি ফয়েজউল্লাহ ও জুনায়েদ বাবুনগরী মাজার ভেঙ্গে ফেলার হুমকি দেয়। এর ২৪ ঘন্টার মধ্যেই দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হল চুনারুঘাট আহলে সুন্নাত ওয়াল সভাপতি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উপদেষ্টা আবুল হোসাইন আকল মিয়া। তিনি জৈন্তাপুরের সুন্নি মতাদর্শীদের উপর হামলা, মুফতি ফয়েজউল্লাহ ও জুনায়েদ বাবুনগরী, হুমকি এবং আকল মিয়া হত্যাকান্ড একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেন। প্রধান বক্তা সৈয়দ মুহাম্মদ আবু আজম বলেন, মাজার ভাঙ্গার হুমকিদাতা ফয়েজ উল্লাহ ও জুনায়েদ বাবুনগরীকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে ওহাবি-হেফাজতিদের প্রতিরোধ করতে মাঠে নামবে সুফীবাদীজনতা। ছাত্রসেনা কেন্দ্রীয় সভাপতি এইচ এম শহীদুল্লাহ বলেন, সরকারি প্রশ্রয়ে আজ হেফাজতিরা সারাদেশে সুফীবাদী জনতার উপর হামলা করছে। তাদের প্রতিরোধ সুন্নি জনতা মাঠে নামলে কোন অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সরকারকে এর দায়ভার বহন করতে হবে। যুবসেনা চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল মোস্তফা সিদ্দিকী ও মুহাম্মদ এনামুল হক এর যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন জননেতা স উ ম আবদুস সামাদ। ছবি : নয়াবাংলা

বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সভাপতি এইচ এম শহীদুল্লাহ। সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রচার সচিব জননেতা মাওলানা রেজাউল করিম তালুকদার, আঞ্জুমানে খোদ্দামূল মুসলেমীন মদিনা মনোয়ারা শাখার সভাপতি মাওলানা করিম উদ্দিন নূরী, মাওলানা গিয়াস উদ্দিন নেজামী, মুহাম্মদ ফজলুল করিম তালুকদার, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ শফিউল আলম, ছাত্রসেনা কেন্দ্রীয় সহ সভাপতি মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, মুহাম্মদ আবদুল করিম সেলিম, মুহাম্মদ আহমদ রেজা রুকু পাঠান, কাজী মুহাম্মদ হানিফ, নজরুল ইসলাম, যুবসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি যুবনেতা জসিম উদ্দিন, নগর দক্ষিণ সভাপতি নাজিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ এনাম রেজা, মুহাম্মদ রিয়াজ হোসাইন, ছাত্রসেনা মহানগর উত্তর সভাপতি মাছুমুর রশিদ কাদেরী, নগর দক্ষিণ সভাপতি ফোরকান কাদেরী, মুহাম্মদ মিজানুর রহমান, এ বি এম রেজাউল মোস্তফা তৈয়ব, মুফাচ্ছেল মোস্তফা টিপু, নাজিম উদ্দিন খান, খোরশেদুল ইসলাম সুমন, মুহাম্মদ রুবেল, মুহাম্মদ মিজবাহ উদ্দিন খান, মুহাম্মদ আবদুল আলিম, মুহাম্মদ গোলাম মোস্তফা, মুহাম্মদ রিদুয়ান হোসেন তালুকদার পাপ্পু, এরশাদুল করিম, মুহাম্মদ তৌহিদুল ইসলাম, হাবিব উল্লাহ আরাফাত, খালেদ বিন জাহাঙ্গীর, মুহাম্মদ আবদুল কাদের, মাহবুবুর রহমান বাহার, আহমদ শফি, মুশফিক উদ্দিন রায়হান, মুহাম্মদ নাঈম উদ্দিন, নূর রায়হান চৌধুরী প্রমুখ।

প্রতিবাদ সমাবেশের পূর্বে বিক্ষোভ মিছিলটি লালদীঘি জামে মসজিদ জুমার নামাজ শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোতোয়ালী হয়ে লালদীঘি চত্বরে এসে শেষ হয়।

শেয়ার করুন