সিরিয়ায় শিশুসহ গণহত্যার প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম: সিরিয়ায় শিশুসহ গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছে বেটার ফিউচার।

শুক্রবার (০২ মার্চ) মো. হোসাইন পাভেলের সভাপতিত্বে আবদুল ওয়াহিদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন সাকিব ও বিশিষ্ট লেখক জয়নুল আবেদীন।

রিয়াজ হায়দার চৌধুরী বলেন, সিরিয়ার মানবিক কান্না নিয়ে আমরা বিশ্বমোড়লদের রাজনীতি চাই না। পরাশক্তির হুংকার কিংবা জঙ্গি জান্তার ত্রাস কোনোটিই মানবতা-বান্ধব নয়। সিরিয়ার গণহত্যা আমাদের একাত্তরের কান্নাকে মনে করিয়ে দেয়। আমরা জাতি-ধর্মের ভেদাভেদ বুঝি না। বন্দী মানবতার মুক্তি চাই।

বেটার ফিউচার বাংলাদেশ কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন হাফিজুল আসাদ, শায়েন আজিম, তৌফিক আহমেদ, মাঈনুদ্দিন হাসান ফাহিম, তামিম নেওয়াজ, ফাহিম শাহরিয়ার, আরেফীন আল ইসলাম, আরফাত তামিম, রাহাত নেওয়াজ, তারেকুল ইসলাম আসিফ, সাফায়েত ফাহিম, রনি, ফরহাদ, রিমন, ইসতিফ, সাফিন, পুষ্প প্রমুখ।

বক্তরা বলেন, বিশ্ব মানবাধিকার আজ ভূলুণ্ঠিত। মানবাধিকার রক্ষার কথা বললেও মধ্যযুগীয় বর্বরতায় মুসলিম দেশগুলোতে পাখিশিকারের মতো মানুষ হত্যা চলছে। বিশ্ব বিবেকের নীরবতা আজ মানুষকে হতবাক করছে।

নেতৃবৃন্দ অবিলম্বে সিরিয়াসহ বিশ্বের অবুঝ শিশু ও মুসলিম গণহত্যা বন্ধের জন্য জাতিসংঘের নিকট আহ্বান জানান।

শেয়ার করুন