গাজীপুরে ৭৬ কেজি গাঁজা উদ্ধার

গাজীপুরে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করেছে সালনা হাইওয়ে থানার পুলিশ। সালনা হাইওয়ে থানা এলাকায় ৩৮ প্যাকেট প্রায় ৭৬ কেজি গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো ১৫-৮৬৯৪) জব্দ করা হয়।

সালনা হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা জানায়, ২ ফেব্রয়ারি শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই গাড়িটি থামানোর জন্য পুলিশ সিগন্যাল দিলে তা না থামিয়ে চালিয়ে যেতে থাকে আমি ও আমার সঙ্গীয় ফোর্স গাড়িটির পিছুনিলে কিছুদূর গিয়ে গাড়ি রেখে ড্রাইভার ও গাড়িতে থাকা মাদক ব্যাবসায়ীরা পালিয়ে যায়, পরে মাইক্রোবাসে তল্লাসি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।