বিশ্ব বাণিজ্য কেন্দ্রে ২৬তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন
দেশীয় পণ্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেয়াই মেলার লক্ষ্য

বিশ্ব বাণিজ্য কেন্দ্রে ২৬তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দর এখন ঘুরে দাঁড়িয়েছে। বন্দরের প্রবৃদ্ধি ১৫% এবং লয়েড্’স র‌্যাংকিং এ এগিয়েছে ২৭ ধাপ। অটোমেশন, স্কেনার, ইকুইপমেন্ট সংগ্রহের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। তবে যে ধরণের জেটি ও ইকুইপমেন্ট থাকা দরকার তা নেই। মাতারবাড়ীতে কয়লার জন্য টার্মিনাল নির্মাণ করা হচ্ছে এবং বাণিজ্যিকভাবে বন্দরও চালু করা হবে। যোগাযোগের উন্নয়নে বহুমাত্রিক যান ব্যবস্থার উপর গুরুত্বারোপ করছে সরকার।

শনিবার (৩ মার্চ) বিকালে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এম.পি।

চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এম.পি., বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম.পি., চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম. এ. লতিফ, চেম্বার সিনিয়র সহ-সভাপতি ও সিআইটিএফ’১৮ এর চেয়ারম্যান মোঃ নুরুন নেওয়াজ সেলিম, সহ-সভাপতি ও কো-চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ বক্তব্য রাখেন।

একমাত্র স্লিপওয়ে পুনরুদ্ধার করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন- পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের কাজ শুরু হয়েছে এবং ভূমি সংক্রান্ত সমস্যা দূর হলে দ্রুতই বে-টার্মিনালের কাজ শুরু হবে।

বিশেষ অতিথি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম.পি. বলেন-চিটাগাং চেম্বার ব্যবসায়ীদের উন্নয়নে ভূমিকা অব্যাহত রেখেছে। চট্টগ্রামবাসী সারা বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য অপেক্ষা করে থাকে। চেম্বার দীর্ঘদিনের এ ঐতিহ্য ধরে রেখেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, আমদানি, রপ্তানি, বৈদেশিক মুদ্রা অর্জন ও অবকাঠামো উন্নয়ন ইত্যাদি সূচকে উল্লেখযোগ্য উন্নতির মাধ্যমে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া, এমডিজি অর্জনে উদাহরণ সৃষ্টির পর এসডিজি ও ক্রমান্বয়ে ভিশন ২০৪১ অর্জনের দিকে ধাবিত হচ্ছে। দেশের ইতিহাসে প্রথম টানেল নির্মাণ ও পদ্মা সেতু তার উৎকৃষ্ট উদাহরণ। তিনি জাহাজের অতিরিক্ত অবস্থানের জন্য লক্ষ লক্ষ ডলার ডেমারেজ চার্জ দেয়ার উল্লেখ করে প্রায়রিটি কার্গো নির্ধারণ, ডলফিন এ প্রাইভেট জেটি নির্মাণের অনুমতি প্রদান এবং জাহাজজটের স্থায়ী সমাধানের আহবান জানান।

সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন-চেম্বারের বাণিজ্য মেলার তাৎপর্য ও গুরুত্ব রয়েছে এবং আবেদন তৈরী হয়েছে। এতে ব্যবসায়ীরা উপকৃত হচ্ছেন। দেশে অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে। তিনটি স্পেশাল ইকনোমিক জোনের চাপ মোকাবেলায় বে-টার্মিনাল নির্মাণ ত্বরান্বিত করতে হবে। লালদিয়া ও পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নির্মিত হলে যানজট আরো বৃদ্ধি পেতে পারে উল্লেখ করে মেয়র বন্দর সংশ্লিষ্ট এলাকার অফডক সরিয়ে দিয়ে পোর্ট ও সিটি ট্রাফিক আলাদা করে এয়ারপোর্ট রোড ও মহানগরকে যানজট মুক্ত করতে কার্যকর উদ্যোগের আহবান জানান।

চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম. এ. লতিফ বলেন-জেলা চেম্বার হিসেবে ১১২ বছর পার করা চিটাগাং চেম্বারের প্রতি সবার আস্থা রয়েছে। দেশের উঠতি রপ্তানিকারকদের পণ্যের আন্তর্জাতিক মানোন্নয়ন ও বিপণনে অগ্রাধিকার দিতে হবে। সদস্যদের মাঝে বরাদ্দের জন্য চিটাগাং চেম্বার ইকনোমিক জোন তৈরী করবে। প্রধানমন্ত্রী রাজনীতিকে ব্যবসাবান্ধব ও ইকনোমিক ডিপ্লোম্যাসি পলিসি অবলম্বন করছেন। এলএনজি চলে আসলেও ব্যবসায়ীরা এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। তবে অবকাঠামো উন্নয়নে যে যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়েছে তার সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-দেশীয় পণ্য অভ্যন্তরীণ বাজারে ১৬ কোটি মানুষের মাঝে এবং আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে মেলার আয়োজন করা হয় যা মানুষের মিলনমেলায় পরিণত হয়। তিনি পতেঙ্গা, লালদিয়া ও অন্যান্য টার্মিনাল যথাসময়ে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেন। চেম্বার সভাপতি শুধুমাত্র চট্টগ্রাম থেকে ৬ চাকা গাড়ীতে ১৩ টনের বেশী মালামাল পরিবহনে নিষেধাজ্ঞার কারণে চট্টগ্রাম বৈষম্যের শিকার হচ্ছে উল্লেখ করে এক্ষেত্রে প্রতি কেজি পণ্যের পরিবহন ব্যয় ২ টাকা বৃদ্ধি পাচ্ছে। গ্যান্ট্রি ক্রেইন ও অন্যান্য ইকুইপমেন্ট সংগ্রহ করা হলে চট্টগ্রাম বন্দর গতি পাবে প্রত্যাশা করে মেলার স্থায়ী ভেন্যুর জন্য একটি জায়গা বরাদ্দের আবেদন জানান চেম্বার সভাপতি। চেম্বার সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুন নেওয়াজ সেলিম বাণিজ্য মেলার গুরুত্ব তুলে ধরে বলেন-মেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা থেকে অনেক শিল্প প্রতিষ্ঠান খাদ্য, প্লাষ্টিক, বস্ত্র, ক্ষুদ্র স্থানীয় শিল্পের প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদনে সক্ষম হয়েছে এবং নতুন নতুন শিল্পোদ্যোক্তা সৃষ্টি হয়েছে। চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ চট্টগ্রামের ব্যবসায়ীদের প্রতি কোন ধরণের বৈষম্যমূলক আচরণ না করার অনুরোধ জানান। দর্শনার্থীদের সুবিধার্থে তিনি মেলার প্রাঙ্গনে পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ করতে সিটি কর্পোরেশনের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে চেম্বার পরিচালকবৃন্দ কামাল মোস্তফা চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), এম. এ. মোতালেব, মঈনুদ্দিন আহমেদ মিন্টু, মোঃ জহুরুল আলম, মাহবুবুল হক চৌধুরী (বাবর), ছৈয়দ ছগীর আহমদ, সরওয়ার হাসান জামিল, মোঃ রকিবুর রহমান (টুটুল), অঞ্জন শেখর দাশ, এস. এম. শামসুদ্দিন, মোঃ শাহরিয়ার জাহান ও মোঃ আবদুল মান্নান সোহেল, সরকারী উর্ধ্বতন কর্মকর্তা, সিসিসি কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন ট্রেডবডি নেতৃবৃন্দ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩ মার্চ শুরু হওয়া মাসব্যাপী এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা পলোগ্রাউন্ড মাঠে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

শেয়ার করুন