পুরুষ নির্যাতন দমন আইন, পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি

প্রতীকী ছবি

ঢাকা : জাতীয় পুরুষ দিবসের ঘোষণা, পুরুষ নির্যাতন দমন আইন, পুরুষদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছে পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ।

রোববার (৫ ফেব্রুয়ারী) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, দেশে নিয়মিত পুরুষদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। পুরুষরা নারীদের দ্বারা অর্থনৈতিক, মানসিক এমনকি শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হচ্ছে। পুরুষ নির্যাতন প্রতিরোধের কোনো আইন না থাকায় এসব ঘটনা প্রতিকার মিলছে না।

বক্তারা জাতীয় পুরুষ দিবসের ঘোষণা, পুরুষ নির্যাতন দমন আইন, পুরুষদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক শেখ খায়রুল আলম, সদস্য হাকীম জাহাঙ্গীর কবির, আনোয়ার হোসেন, প্রমুখ।

শেয়ার করুন