মতবিনিময় সভায় মেয়র নাছির
ব্যাটারি চালিত রিকশা মার্চ থেকে চলবে না

মেয়র আ জ ম নাছির উদ্দীন। ফাইল ছবি

চট্টগ্রাম : কোনভাবেই নগরীতে ব্যাটারি চালিত চলাচল করবে না। নিবন্ধনহীন প্যাডেল চালিত কোনো রিকশাও চলাচল করতে পারবে না। বেঁধে দেওয়া সময়ের পর নিবন্ধনহীন সব রিকশার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (০৫ ফেব্রুয়ারি) নগর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরী রিকশা মালিক পরিষদ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র এ সিদ্ধান্তের কথা জানান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সভায় রিকশা মালিক পরিষদ নেতারা দেশের সর্বোচ্চ আদালতের রায়ের ভিত্তিতে নগরীতে অবৈধভাবে চলাচলরত ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্যাডেল চালিত বৈধ রিকশা নিরুপণের দাবি জানান।

প্রসঙ্গক্রমে মেয়র বলেন, বিগত সময়ে জনস্বার্থ বিবেচনায় চট্টগ্রাম সিটি করপোরেশন প্যাডেল চালিত ৭০ হাজার রিকশা নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ৫৩ হাজার ৭৪২টি রিকশা নিবন্ধিত হয়। বাকি রিকশা নিবন্ধন দেওয়ার জন্য চসিকের সিদ্ধান্ত বহাল আছে।

মেয়র বলেন, ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত প্যাডেল চালিত ৪০ হাজার ৬০৫টি রিকশা নবায়ন হয়েছে। বাকি রিকশাগুলো নবায়নের জন্য সময় বেঁধে দেওয়ার পরও নবায়ন করেনি।

তিনি ফেব্রুয়ারি মাসের মধ্যে প্যাডেল চালিত রিক্সার নবায়ন কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট মালিকদের আহবান জানান। অন্যথায় ১ মাস পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সব অবৈধ রিকশা জব্দ করা হবে।

মতবিনিময় সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, চট্টগ্রাম মহানগর রিকশা মালিক পরিষদের প্রধান উপদেষ্টা ওয়াজিউল্লাহ, উপদেষ্টা মো. মনির হোসেন, হাজি সালাম কোম্পানি, চন্দন খাস্তগীর, মো. রফিক কোম্পানি, সভাপতি মো. সিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক মো. আসিফ মাহমুদ আকতার, কার্যকরী সভাপতি মো. মজিবুর রহমান, সহ সভাপতি মফজল আহমদ, মো. আদুর রব, এসকান্দর আলম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন