রোহিঙ্গা সমস্যার সমাধানে পাশে থাকবে ভিয়েতনাম

রোহিঙ্গা সংকটে শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ। বাংলাদেশে আশ্রয় নেওয়া নির্যাতিত রোহিঙ্গারা যাতে সসম্মানে নিজ দেশে ফিরে যায়, সেই লক্ষ্যে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ।

সোমবার (০৫ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ-ভিয়েতনামের মধ্যে দ্বি-পক্ষীয় বৈঠকে শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রধানমন্ত্রী জানান, রোহিঙ্গা সংকট নিরসনে ভিয়েতনামের প্রেসিডেন্ট বাংলাদেশের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

তিনি বলেন, দু’দেশের রাজনৈতিক সম্পর্ককে আরো পাকাপোক্ত করার পাশাপাশি তাদের আলোচনার মূল লক্ষ্য ছিল ব্যবসা, বিনিয়োগ এবং কারিগরি সহযোগিতা বৃদ্ধি করা। এ সময় বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ, পর্যটন এবং বাণিজ্য বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে।

তিনি আরো বলেন, ‘মৎস্য এবং প্রাণিসম্পদ, যন্ত্রাংশ তৈরি এবং সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে দু’দশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় আমরা আরো খুশি হয়েছি, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী করবে।’

শেয়ার করুন