দৈনিক নয়াবাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক আব্দুল্লাহ আল ছগির’র ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

দৈনিক নয়াবাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক আব্দুল্লাহ আল ছগির

দৈনিক নয়াবাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক মরহুম আব্দুল্লাহ আল ছগির’র ৩২তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার ২৯ মার্চ। তিনি ১৯৯১ সালের ২৯ মার্চ ইন্তেকাল করেন।
রাজনীতিবিদ ,সমাজসেবক,সাংবাদিক ও শিক্ষানুরাগী মরহুম আব্দুল্লাহ আল ছগির চট্টগ্রামের নিজ গ্রাম হাটহাজারীর গড়দুয়ারায় ঐতিহ্যবাহী উচ্চবিদ্যালয় ড. শহীদুল্লাহ একাডেমির অন্যতম প্রতিষ্ঠাকা ছিলেন |সদালাপী মানবিক ও নিরহংকারী মানুষ আব্দুল্লাহ আল ছগির ভাষা সংগ্রামে সম্পৃক্ততা ছাড়াও চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলনেও অবদান রাখেন , সাদাসিধে ও পরোপকারী এ মানুষটা ছিলেন অনেকটা প্রচার বিমূখ , ছিলেন ধর্মপরায়ণ ও অসম্প্রদায়িক চেতনার মানুষ।

সৈয়দ ফোরকান আবু, : দৈনিক নয়াবাংলার সাবেক সীতাকুণ্ড প্রতিনিধি ও বর্তমান দৈনিক যুগান্তর সীতাকুণ্ড প্রতিনিধি।

শেয়ার করুন