
যুক্তরাষ্ট্র : ভ্রমণকারী কিংবা অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় অত্যন্ত কড়া নজরে রাখতে সীমান্তে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাতটি মুসলিমপ্রধান দেশের অভিবাসী ও ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার ওপর আদালতের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে ট্রাম্পের আপিল খারিজ হওয়ার পর এমন নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিবিসি এ খবর জানায়।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় অভিবাসী বা ভ্রমণকারীদের অত্যন্ত সচেতনভাবে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সীমান্ত কর্মকর্তা আহ্বান জানান।
তার আপিল খারিজ হওয়ার বিষয়টিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘আদালত খুবই কঠিন কাজ করেছেন। যদি কোনো একটা কিছু হয়ে যায়, তবে আদালতকেই দায় নেওয়া উচিত।