
চট্টগ্রাম : নগরীর কোতোয়ালী থানার আন্দরকিল্লা জামে মসজিদ মার্কেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স না থাকায় ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (০৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যজিস্ট্রেট যুথিকা সরকার এ অভিযানে নেতৃত্ব দেন।
চসিক সূত্র জানায়, অভিযানে ট্রেড লাইসেন্স ও নবায়ন না থাকায় আল আলম বুকসের জুলফিকার আলমকে ৫ হাজার টাকা, প্রতিভা লাইব্রেরির সুনাম চৌধুরীকে ৩ হাজার টাকা, এম ওমর লাইব্রেরির এসএম শরীফকে ৫ হাজার টাকা, ছাত্র শিক্ষক লাইব্রেরির এসএম শরীফকে ৩ হাজার টাকা, আরবি লাইব্রেরির আব্দুর রহমানকে ৫ হাজার টাকা, দি জমজম টেইলার্সের আবুল কাসেমকে ৩ হাজার টাকা, জিলানি লাইব্রেরির জিয়াউর রহমানকে ৩ হাজার টাকা, সোনিয়া টেইলার্সের শওকত ওসমানকে ৩ হাজার টাকা, মক্কা টেইলার্সের ওমর ফারুককে ৩ হাজার টাকা, বিছমিল্লাহ টেইলার্সের মো. ওয়াদুদ জামানকে ১ হাজার টাকা, পেঙ্গুইন মেডিকেল বুকসের মো. শাহ আলমকে ১ হাজার টাকা, আলসাফা মারওয়া এমপেরিয়ানের আশরাফ আলীকে ২ হাজার টাকা, ইয়াছিন এবিয়ানের সাইফুলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া জেএম ভবনের জননী একসেস পার্শ্বেলের আব্দুর রহমানকে ৫ হাজার টাকা, মো. বাসির উদ্দিনকে ৫ হাজার টাকা, ভূঁইয়া অ্যান্ড আখলকের মো. সেলিমকে ২ হাজার টাকা, দি পাঞ্জাবের মো. নাসির উদ্দিনকে ৩ হাজার টাকা, দি তাজ লাইব্রেরির কুতুবীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।