সেন্সরে যাচ্ছে ফারুকীর ‘ডুব’

অভিনেত্রী তিশা। ফাইল ছবি

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘ডুব_ নো বেড অব রোজেস’-এর কাজ শেষ করেছেন বৃহস্পতিবার। আসছে ১৩ ফেব্রুয়ারির মধ্যে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেবেন বলে জানিয়েছেন ফারুকী। তিনি বলেন, ”একেকটা গল্প আর চরিত্রেরা আসে কাবু করে দেওয়া জ্বর হয়ে। ছবির কাজ শেষ হওয়ার মধ্য দিয় সেই জ্বর ছেড়ে যায়। আর দর্শকের দেখার মধ্য দিয়ে সেই জ্বর তার গায়ে ট্রান্সফার হয়ে যায়। সিনেমার জ্বর বলে কথা। জ্বর ছাড়ার আনন্দ নিয়ে বলতে চাই, ‘ডুব’-এর সব কাজ শেষ।”

‘ডুব’ ছবিতে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান, তিশা, রোকেয়া প্রাচী, কলকাতার পার্নো মিত্রসহ অনেকে। যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। সহ-প্রযোজক হিসেবে আছে ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান আইকে।

শেয়ার করুন