লামায় ভ্রাম্যমান আদালতে ৫ ব্যবসায়ীকে জরিমানা

লামা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় পাঁচ ক্ষুদ্র ব্যবসায়ীকে ২০ হাজার ৫০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৮ মার্চ) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু এ জরিমানার আদেশ দেন।

জানা যায়, কিছু ব্যবসায়ী শহরের গলি দখল করে খোলা বাজারে ফল, গুড় ও লবনসহ বিভিন্ন পন্য বিক্রি করে আসছে; এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খিনওয়ান নু বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর বিভিন্ন ধারা মতে ব্যবসায়ী বাহার উদ্দিনকে ৮ হাজার, আবদুল করিমকে ৫ হাজার, সিরাজুল ইসলামকে ৫০০, মো. রাশেদকে ৫ হাজার ও পুলক দাশকে ২ হাজার টাকা জরিমানা করেন আদালতের বিচারক খিনওয়ান নু। লামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খিনওয়ান নু অভিযানে পাঁচ ব্যবসায়ীকে জরিমানার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন