তুষারধসে শতাধিক নিহত পাকিস্তান-আফগানিস্তানে

তুষারধসে চাপা পড়া গ্রামে উদ্ধারাভিযান উদ্ধারকর্মীদের। ছবি সংগৃহীত

পাকিস্তান ও আফগানিস্তানে প্রবল তুষারপাত ও পাহাড়ে জমে থাকা তুষার ধসে পরে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে প্রায় অর্ধশত বাড়িঘর। এরপরও তুষারপাত ও তুষারধস অব্যাহত থাকতে পারে-এমন সতর্কতা জারি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের নুরস্তান প্রদেশের একটি গ্রাম তুষারে চাপা পড়ে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। এছাড়া পাকিস্তানের উত্তরাঞ্চলে তুষারধসে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে নয়জন রয়েছে চিত্রাল জেলার।

অর্ধশত ঘরবাড়ি তুষারধসে ধ্বংস হয়েছে। বরফে জমে গিয়ে অনেকের মৃত্যু হয়েছে এবং অনেকে গাড়িতে আটকা পড়ে ঠান্ডায় মারা গেছেন। তা ছাড়া আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে তুষারধসে বেশ কয়েকজন মারা গেছেন।

আফগানিস্তানের প্রাকৃতিক দুযোর্গ মন্ত্রণালয়ের মুখপাত্র নুরিস্তান প্রদেশের বার্গ মাটাল এলাকায় বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, তুষারধসে দুটি গ্রাম সম্পূর্ণ চাপা পড়েছে। প্রতিবেশী বাদাখশান প্রদেশে শক্তিশালী তুষারঝড় আঘাত হেনেছে।

খারাপ আবহাওয়া ও রাস্তা তুষারাবৃত্ত হওয়ায় উদ্ধারাভিযান বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।

রানওয়েতে তুষার জমায় কাবুলে আফগানিস্তানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। কাবুল-কান্দাহার মহাসড়কে আটকা পড়া প্রায় ২৫০টি গাড়ি উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন