


চট্টগ্রাম : আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (দ.) গাউছিয়া জিলানী কমিটি-বাংলাদেশ‘র উদ্যোগে ইসলামের প্রথম খলিফা, সায়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক (র.) স্মরণে ঐতিহাসিক ওরশে সিদ্দিকে আকবর (র.) উদযাপন উপলক্ষে আজিমুশশান মুহিব্বানে রাসূল (দ.) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ মার্চ) বাদে মাগরিব আনোয়ারার চাতরী চৌমুহনী বাজার চত্বরে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
আনোয়ারা উপজেলা গাউছিয়া হাশেমী কমিটির ব্যবস্থাপনায় কনফারেন্সে সভাপতিত্ব করেন আ‘লা হযরত, ইমামে আহলে সুন্নাত, পীরে কামেল শাহ্ সুফি আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (মু.জি.আ)। প্রধান অতিথি ছিলেন ভারতের হযরত মখদুম মুনঈম পাক বাজ (রহ.) দরবার শরীফের সাজ্জাদানশীন প্রফেসর ড. আল্লামা সৈয়দ শামীম উদ্দিন আহমদ মুনঈমী (মু.জি.আ)। প্রধান ওয়ায়েজ ছিলেন চট্টগ্রাম আহসানুল উলূম জামেয়া গাউছিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা শাহজাদা মুফতি কাযী মুহাম্মদ আবুল এরফান হাশেমী। বিশেষ অতিথি ছিলেন আহসান উলূম জামেয়া গাউছিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ ইদ্রিস আনছারী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ আবুল এহছান হাশেমী, আল্লামা হাশেমী ইসলামী মিশন-বাংলাদেশের চেয়ারম্যান শাহজাদা কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, গাউছিয়া হাশেমী কমিটি-বাংলাদেশের সহ-সভাপতি শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ জিয়াউদ্দিন হাশেমী, চুন্নাপাড়া মুনিরুল ইসলাম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন হাশেমী, বারখাইন জামেয়া জমহুরিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক শওকী, চারপীর আউলিয়া (র.) সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এম এ হান্নান, শাহী দরবার মুহাম্মদিয়া কুদ্দুছিয়া সুন্নিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক আল-কাদেরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন।
গাউছিয়া হাশেমী কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল করিমের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন বরুমচড়া হযরত ওসমান (র.) সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি কাযী শাকের আহমদ চৌধুরী, রায়পুর গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা সোলায়মান আল-কাদেরী, আল-আমিন বারীয়া দরসে নিজামী মাদ্রাসার সুপার মাওলানা মুফতি মুজিবুর রহমান চিশতী, মুহাম্মদ আলী জামে মসজিদের খতিব মাওলানা আহমদ নুর আল-কাদেরী, হযরত আবু বক্কর ছিদ্দিক (র.) মালেকীয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা এম এ মাবুদ, গহিরা মোহাম্মদীয়া আখতারুজ্জামান চৌধুরী সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা বদরুজ্জমান নঈমী, বড়উঠান গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ইলিয়াছ আজম নূরী, আহসানুল উলূম জামেয়া গাউছিয়া আলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা জাহেদুল ইসলাম কাদেরী, উত্তর বন্দর গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া মাদ্রাসার সভাপতি আহমদ হোসেন, শায়ের মাওলানা এনামুল হক, শায়ের মুহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন গাউছিয়া হাশেমী কমিটি আনোয়ারা উপজেলার সভাপতি মাওলানা মনির আহমদ আনোয়ারী।