সাধারণ মানুষের সেবার জন্যই প্রশাসন : চট্টগ্রাম জেলা প্রশাসক

আনোয়ারা প্রতিনিধি : সাধারণ মানুষের সেবার জন্যই প্রশাসন। জনগণের সাথে মিশতে হবে, জনগণের মনের ভাষা বুঝতে হবে। জনগণ প্রশাসনের প্রতিপক্ষ নয় তাই নিজেকে জনগণের সেবক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তবেই প্রশাসনের মর্যাদা বৃদ্ধি পাবে।

সোমবার (১২ মার্চ) বিকেলে আনোয়ারা উপজেলায় বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়কালে প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াছ হোসেন।

আনোয়ারার উন্নয়নে ভূমিকা রাখতে সকলকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার আহবান জানিয়ে ডিসি বলেন, উন্নয়নে পিছিয়ে গেলে আমরাই পিছিয়ে যাবো। জনগণকে ভালবাসতে হবে। জনগণের বিপদে পাশে দাঁড়াতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, পজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল মোমিন, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা ফজল আহমদ, উপজেলা আওয়ামীলীগ এডহক কমিটির সদস্য জাফর উদ্দিন চৌধুরী, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান। এছাড়া উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন