
বাঁশাখালী চাম্বল ইউনিয়ানে সরকারের বিগত নয় বছরের উন্নয়ন কর্মকান্ড নিয়ে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে সরকারের উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভা মঙ্গলবার (১৩ মার্চ) বিকেল বেলা চাম্বল ইউনয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাক নুর হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহিদা আকতার জাহান বলেন, সরকার গত নয় বছরে প্রতিটি সেক্টরে যে উন্নয়ন করেছে। বিগত ৯০ বছরেও সে পরিমাণ উন্নয়ন হয়নি। দেশের চলমান উন্নয়নের ধারা মানুষ কোন দিন ভুলবে না। আগামীতে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে বলে উল্লেখ করেন তিনি।
বিশেষ অতিথি ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার, মহিলা আওয়ামী লীগ নেত্রী রোকসানা আকতার, ফাতেমা বেগম, উম্মে রহিমা রনি, মাইফুলা বেগম, জাকির হোসেন, হাসিনা বেগম নাজিম, নাজিম বাবলু, জেরিনা আকতার, শারমিনা আকতার, রেহেনা বেগম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির, রমিজ উদ্দীন, রায়হানুল হক, রোকন উদ্দীন, তৌহিদুল ইসলাম প্রমুখ।