২০০তম পর্বে বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় মেগা ধারাবাহিক নাটক কমেডি ৪২০। দর্শকদের বিনোদন দিতে আঞ্চলিক ভাষায় তৈরি হয় রঙ্গনাটক কমেডি-৪২০। হাস্যরসের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা হয়েছে নাটকটিতে।
টিপু আলমের গল্পে নাটকটি রচনা করছেন আকাশ রঞ্জন এবং পরিচালনা করছেন ফরিদুল হাসান। নাটকটিতে অভিনয় করেছেন- আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ, মীর সাব্বির, অহনা, আলভি, মুনিরা মিঠু, আখম হাসান, হুমাইরা হিমু, সিদ্দিক, কচি খন্দকার, আমিন আজাদ, তারিক স্বপ, মম মোরশেদ, শামীম আহমেদ, হিমে হাফিজ, সঞ্জিব, সানজিদা তন্ময়, তমাল, অলিউল রুমি, শফিক খান দিলু, আলামিন সবুজ, হায়দার, নওসিন, কাজী উজ্জ্বল, টুটুল চৌধুরী, মিষ্টি মারিয়া, তন্দ্রা, রোমানা স্বর্ণা, সুজাত শিমুল, আইরিন তানি, তুষার মাহমুদ, তিতান প্রমুখ।
ধারাবাহিকটি বৈশাখী টেলিভিশনে প্রতি শনি, রবি ও সোমবার প্রচার হচ্ছে। রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে এর ২০০তম পর্ব।