চট্টগ্রামের বায়েজিদে গৃহিনী খুন, মেয়ের জামাই আটক

চট্টগ্রাম : নগরীর বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনী এলাকায় এক গৃহিনী খুন হয়েছেন।তার নাম মরিয়ম বেগম (৫৬)। একই এলাকার মফিজ কলোনীর মালিক মফিজুর রহমান (প্রকাশ মেজর মফিজ) এর স্ত্রী।

শনিবার (১৭ মার্চ) দুপুর পৌণে ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় প্রতিবেশিদের বক্তব্যের সূত্র ধরে নিহতের মেয়ের জামাতা জুলফিকার মতিনকে গ্রেফতার করে পুলিশ।

আটক জুলফিকার মতিন বছর দুয়েক আগে নিহতের মেয়ে মঞ্জু আক্তারকে বিয়ে করেন। বিয়ের থেকে স্বামী-স্ত্রী শ্বশুর বাড়ি (মফিজ কলোনীতে) বসবাস করতেন। মঞ্জু আক্তারের আগে পক্ষে এক সন্তান রয়েছে।

বায়েজিদ থানা পুলিশ জানায়, বছর দুয়েক আগে নিহতের মেয়ে মঞ্জু আক্তারকে বিয়ে করেন জুলফিকার। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ি (মফিজ কলোনীতে) স্বামী স্ত্রী বসবাত করতো। মেয়ের জামাতা প্রায়ই যৌতুকের জন্য চাপাচাপি করতো, এ নিয়ে ঝগড়া করতো। ঘটনার কয়েক দিন আগেও তাদের মধ্যে ঝগড়া হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করছিল। প্রতিবেশিদের বক্তব্যের সূত্র ধরে নিহতের মেয়ের জামাতাকে আটক করা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলেই বিস্তারিত জানা যাবে।

নিহতের স্বামী মফিজুর রহমান বলেন-‌’ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। খবর পেয়ে বাসায় ফিরে দেখি আমার স্ত্রীর মরদেহ পরে আছে। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। এসময় পুলিশ আমার মেয়ের জামাতাকে জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে এসেছে।’ প্রসঙ্গক্রমে তিনি বলেন-‘কয়েক দিন আগে মেয়ের জামাতার সাথে ঝগড়া হয়েছিল। যেকারণে প্রতিবেশিরা সন্দেহ করছে, ঘটনার সাথে সে জড়িত, তবে আমি চোখে দেখিনি।’

আটক জুলফিকারের স্ত্রী মঞ্জু আক্তারের দাবী, তিনি আট মাসের অন্ত:সত্বা। তার স্বামীও অসুস্থ। দুপুরের দিকে তারা বাসায় ছিলেন। হঠাৎ শুনলেন তার মা মারা গেছে। ওই সময় স্বামী স্ত্রী ঘর থেকে দৌঁড়ে বের হয়ে দেখেন তাদের সামনে ভাড়া ঘরের ভিতর তার মায়ের মৃত দেহ পরে আছে। মঞ্জুরা বলেন-‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বুঝতে পারছি না। আমার স্বামীর এক হাত-পা অবশ। তবুও পুলিশ তাকে সন্দেহবশত থানায় নিয়ে গেছে।’

শেয়ার করুন