সংবর্ধনা অনুষ্ঠানে শাহিদা আকতার জাহান
বাঁশখালীতে বহু ইতিহাস খ্যাত আলেম উলামা ইসলামী চিন্তাবিদ জন্ম নিয়েছেন

পালেগ্রাম হাকিম মিয়া শাহ আলিম মাদরাসায় আলীম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা পরিষদ সদস্য শাহিদা আকতার জাহান। ছবি : প্রতিনিধি

চট্টগ্রাম : বাঁশখালী উপজেলার পালেগ্রাম হাকিম মিয়া শাহ আলিম মাদরাসায় আলীম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শাহিদা আকতার জাহান বলেছেন, বাঁশখালীতে দেশের ইতিহাস খ্যাত বহু আলেম উলামা, ইসলামী চিন্তাবিদ জন্ম নিয়ে বাঁশখালীকে ধন্য করেছে। শিক্ষার্থীদেরও জ্ঞান অর্জন করে দেশের সেবায় এগিয়ে আসার আহবান জানান।

শনিবার (২৪ মার্চ) সকালে জেলা পরিষদের সহযোগিতায় নির্মিত ভবন উদ্বোধন ও আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শাহিদা আকতার জাহান এসব কথা বলেন।

মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মীর আহমদ আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও দক্ষিন জেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব শাহিদা আকতার জাহান। এতে বিশেষ অতিথি ছিলেন জমিয়াতুল মুদারসি বাঁশখালী উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইদ্রিছ, অনুষ্ঠান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা জমিয়াতুল মুদাররিস নেতা ও সিনিয়র শিক্ষক আবু নোমান, মহিলা নেত্রী কামরুন নাহার, মহিলা আওয়ামী লীগের নেত্রী ফাতেমা বেগম, মাইফুল আকতার, রহিমা আকতার, জোসনা বেগম,খতিজা বেগম, হোসনে আরা, রেহানা আকতার, যুবলীগ নেতা হুমায়ুন কবিরসহ মাদ্রাসার শিক্ষাক, শিক্ষার্থী, অভিভাবক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মহিলা লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন