চট্টগ্রামে সেরা দুর্নীতি প্রতিরোধ কমিটি জেলায় খাগড়াছড়ি উপজেলায় বাঁশখালী

চট্টগ্রামে

চট্টগ্রাম : জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে পুরষ্কৃত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবার একটি জেলা ও তিনটি উপজেলা কমিটি পেয়েছে সেরা দুর্নীতি প্রতিরোধ কমিটির পুরস্কার।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার ড. নাছিরউদ্দিন আহমেদ।

জেলা পর্যায়ে খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি নির্বাচিত হয়েছে। এছাড়া উপজেলা পর্যায়ে বিভাগের ১০৪ টি উপজেলার মধ্যে ১ম স্থান অর্জন করে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। কক্সবাজারের চকরিয়া (দ্বিতীয়) ও কুমিল্লার লাকসাম উপজেলা (তৃতীয়) স্থান অর্জন করে।

দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো.আক্তার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামী, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ ক্রেস্ট বিজয়ীদের হাতে তুলে দেন।

শেয়ার করুন