সিভাসুতে এমপিএইচ ডিগ্রি শিক্ষা কার্যক্রম শুরু, বুধবার ওরিয়েন্টেশন

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ওয়ান হেলথ ইনস্টিটিউটের অধীনে মাস্টার্স ইন পাবলিক হেলথ (এমপিএইচ) ডিগ্রির শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

স্নাতকোত্তর কোর্সে প্রথম ব্যাচে মোট ৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে আটজন এমবিবিএস ও একজন ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ডিগ্রিধারী। এমপিএইচ কোর্সের মেয়াদ এক বছর ছয় মাস (৩ সেমিস্টার)।

বুধবার (৪ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। সভাপতিত্ব করবেন ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শারমিন চৌধুরী।

শেয়ার করুন