জেল কোর্ড অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা হবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে যাওয়া বিএনপির গণতান্ত্রিক অধিকার। তাই বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না এটার তাদের নিজস্ব বিষয়। এতে আওয়ামী লীগ কিংবা সরকারের দয়ার উপর কোনো কিছু নির্ভর করে না।

শনিবার (৭ এপ্রিল) দুপুর ১টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের বড় রাজাপুর নিজ বাড়িতে তার মা ফজিলাতুন্নেসার কুলখালীতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে দিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে জেল কোর্ড অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা হবে। অপরাধ অনুযায়ী দণ্ড দিয়েছে আদালত। মুক্তি দিবে আদালত মুক্তি দেয়ার অধিকার সরকারের নেই।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সংসদ সদস্য মোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আলম সেলিম, বসুরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন