
মীরসরাই প্রতিনিধি : মীরসরাই উপজেলার সর্ববৃহৎ ছাত্র সংগঠন প্রচেষ্টা ছাত্র পরিষদ মীরসরাই এর ব্যতিক্রমী আয়োজন প্রচেষ্টা গণিত মেধাবৃত্তি পরীক্ষা,আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও গুনীজন সংবর্ধনা মীরসরাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রচেষ্টা’র উপদেষ্টা ও জোরালগঞ্জ মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন রাশেদা আক্তার মুন্নী। প্রচেষ্টার পরিচালক জাফর ইকবালে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কক্সবাজার বিভাগ এর সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান, মিরসরাই উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকলী, মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. জামশেদ আলম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিস এর সদস্য নজরুল ইসলাম, প্রচেষ্টা ছাত্র পরিষদ মীরসরাই উপদেষ্টা নুরুল আবছার সেলিম, হোসাইন চোধুরী সবুজ ,প্রচেষ্টা ছাত্র পরিষদ মীরসরাই পৃষ্ঠপোষক ও পাক্ষিক খবরিকার সম্পাদক মাহবুব রহমান পলাশ, প্রচেষ্টা ছাত্র পরিষদ মীরসরাই এর প্রতিষ্ঠাতা সভাপতি এ এস অনুপ দাশ, দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি হাসান সাইফ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য গত বছর ৩ নভেম্বর (৬ষ্ঠ থেকে ১০ম) অনুষ্ঠিত প্রচেষ্টা গণিত মেধাবৃত্তি পরীক্ষায় প্রত্যেক শ্রেণী থেকে প্রথম স্থান অধিকারি ৫ জন সহ সর্বমোট ৫৫ জন কে পুরুষ্কৃত করা হয়। এছাড়া আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স আপ সহ সর্বমোট ১০ জন ছাত্র-ছাত্রীকে ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় প্রচেষ্টা পদক পেয়েছেন ডাঃ জামশেদ আলম এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য প্রচেষ্টা পদক পেয়েছেন পাক্ষিক খবরিকা।”পড়ালেখার পাশাপাশি সামাজ উন্নয়নের আলোক বর্তিকা হতে হবে ছাত্র-ছাত্রীদের” প্রচেষ্টার গণিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে কামরুল ইসলাম চৌধুরী।