দেশের প্রথম নারীদের হ্যাকাথন উৎসব

ঢাকা : বাংলাদেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ন্যাশনাল হ্যাকাথন ফর উইমেন-২০১৭’। বাঙালী নারীর সৃজনশীলতাকে প্রোগ্রামিং ও উদ্ভাবন কাজে লাগিয়ে বিভিন্ন সমস্যার সমাধানকে বাস্তবায়নের প্রতিযোগিতায় মেতে উঠবেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নারীরা। এই উৎসবের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশে আরো একটি নতুন মাত্রা যোগ হবে।

আইসিটি মন্ত্রণালয় ও ‘উইমেন ইন ডিজিটাল বাংলাদেশ’ ১০ ও ১১ ফেব্রুয়ারি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যৌথভাবে এই হ্যাকাথন আয়োজন করছে।

আপনার প্রোফাইল পিকচার পরিবর্তন করুন 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭০০ নারী ইতোমধ্যেই অংশগ্রহণের জন্য নিবন্ধন করে ফেলেছেন। ৩৬ ঘণ্টা ব্যাপী এই আয়োজনে নারীরা ভিন্ন ভিন্ন ৯ টি ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানকে বাস্তবায়নের প্রতিযোগিতায় মেতে উঠবেন। ৯ টি খাতের বিজয়ীদের জন্য মোট ২৭ টি পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

বাঙালী নারীর সৃজনশীলতাকে প্রোগ্রামিং ও উদ্ভাবনের কাজে লাগানোর এই উৎসবের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশে আরো একটি নতুন মাত্রা যোগ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক প্রতিষ্ঠান।

আয়োজনকে সামনে রেখে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা তাদের প্রোফাইল পিকচারের সঙ্গে হ্যাকাথনের লোগো যোগ করতে পারবেন। http://app.breakbite.com/wh/ এই লিংকে ব্যবহারকারীরা প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারবেন।

শেয়ার করুন