চকরিয়ায় প্রতিপক্ষের মিথ্যা মামলায় ইউপি সদস্য জেলে

মোহাম্মদ উল্লাহ : চকরিয়ায় মিথ্যা মামলা দিয়ে সোহরাব হোসেন নান্নু নামের এক ইউপি সদস্যকে হয়রানি করার অভিযোগ উঠেছে। এমনকী ওই মামলায় তাকে জেলহাজতে পাঠিয়েছে প্রতিপক্ষরা। মূলত ওই ইউপি সদস্যের পৈত্রিক সহায় সম্পদ দখল নিতে সাজানো মামলা দেওয়া হয়েছে বলে এমন অভিযোগ করেন তার স্ত্রী জোবাইদা বেগম। এঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।

মঙ্গলবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এক সংবাদ সম্মেলনে ইউপি সদস্য সোহরাব হোসেন নান্নুর স্ত্রী জোবাইদা বেগম জানান, তার স্বামী লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ৩নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। যে ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে সেই ঘটনায় তার কোনভাবেই সম্পৃক্ততা নেই। মূলত তার স্বামীর পৈত্রিক জায়গা জমি দখল নিতে এ মামলায় জড়ানো হয়েছে বলে তিনি দাবী করেন।

এদিকে ইউপি সদস্য সোহরাব হোসেন নান্নু’র বৃদ্ধা মাতা ফজিলাতুন নাহার ছিদ্দিকী (৭০) জানান, ওবাইদ রহমান একজন দখলবাজ ও মামলাবাজ ব্যক্তি হিসাবে এলাকায় পরিচিত। এলাকার সাধারণ মানুষকে মিথ্যা মামলা, অন্যের জমি দখল এবং হুমকি ধমকি তার নিত্যনৈত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এসবের প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়ারও হুমকি দেন তিনি। গত কয়েক বছর ধরে ওবাইদ রহমান তার শ্বশুর মৃত ওবাইদুচ্ছমদ চৌধুরীর নামীয় প্রায় জায়গা জমি ভূয়া দলিল সৃজন করে দখলে রেখেছেন। এসব বিষয়ে জানতে চাইলে উল্টো হুমকি ধমকি দেন তিনি।

গত বছরের ১৫ এপ্রিল শ্বশুরের নামীয় প্রায় ৩০শতক জায়গার একটি পুকুর রয়েছে। ওই পুকুরটি ওবাইদ রহমান জোরপূর্বকভাবে দখল করে বাড়ি নির্মাণের চেষ্টা চালায়। ওইসময় তার পুত্র ইউপি সদস্য সোহরাব হোসেন নান্নু বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। একই ঘটনায় ওবাইদ রহমান সহ ৫-৬জনের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়। পরে একই ঘটনায় ওবাইদ রহমানের পুত্র কামরুল আহসান সায়েম বাদি হয়ে তার পুত্র নান্নুসহ অন্য ভাইদের বিরুদ্ধে মামলা করেন। এখন মামলায় পুত্রকে জেলে ঢুকিয়ে তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। একদিকে জায়গা জমি দখল অন্যদিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি কোনভাবে থামছে না ওবাইদ রহমান।

তার স্ত্রী জোবাইদা বেগম বলেন, গত ৫ এপ্রিল তার স্বামী সোহরাব হোসেন নান্নু ও তার পরিবারের লোকজন ওবাইদ রহমানের দালান বাড়িতে আগুন দিয়েছে বলে অপপ্রচার করছেন। ওইঘটনায় চকরিয়া থানায় একটি মামলা দেওয়ার চেষ্টা করেছিলো। কিন্তু পুলিশ প্রশাসন ও স্থানীয় এলাকাবাসীর সঠিক তথ্যের কারণে মামলা দেওয়ার ষড়যন্ত্র ভেস্তে যায়। এরপরও ক্ষান্ত হচ্ছে না ওবাইদ রহমান। তিনি নাকী তার পরিবারকে নিশ্চিহ্ন করবে এবং একের পর এক মামলা দেওয়া হবে বলে হুমকি দিচ্ছেন। বর্তমানে আড়াই বছর ও এক বছরের দুইটি সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানান জোবাইদা বেগম। পাশাপাশি তার স্বামীর মুক্তির দাবী করেছেন তিনি।

শেয়ার করুন