চকরিয়ায় বন্যহাতির আক্রমনে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভান্ডারী ডেপায় এলাকায় বন্যহাতির আক্রমনে মো.শাহ আলম (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত শাহ আলম হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ ভান্ডারিয়ার ডেবা এলাকার নুরুল কাদের প্রকাশ বাদশার বাপের ছেলে।

মঙ্গলবার (১০ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ভেন্ডারিয়ার ডেবা এলাকায় আক্রমের এ ঘটনা ঘটে।

এই বিষয়ে হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মিরানুল ইসলাম বলেন বলেন, সোমবার (৯ এপ্রিল) রাতে ভান্ডারিয়ার ডেবা এলাকায় ধান খেত দেখতে গেলে এসময় এলাকায় পাল চোঁট বন্যহাতির আক্রমনে ঘটনাস্থলেই প্রাণ হারায় শাহ আলম। পরে স্থানীয় লোকজন শাহ আলম (৩০) লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন