ফুল ভাসিয়ে তিনদিনের বৈসাবি উৎসব শুরু রাঙ্গামাটির পাহাড়ে

চৌধুরী হারুনুর রশীদ : ফুল ভাসিয়ে তিন দিনের বৈসুক, সাংগ্রাই ও বিজু (বৈসাবি) উৎসব শুরু হয়েছে রাঙ্গামাটির পাহাড়ী জনপদে। বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকালে নদীর ঘাটে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় বৈসাবি উৎসব। রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলায় পাহাড়িদের ঘরে ঘরে উৎসবের আমেজ পিঠাপুলি আপ্যায়ণ। বর্ণিল সাজে বর্ণাঢ্য শোভাযাত্রায় মুখরিত করে তোলে রাঙ্গামাটিসহ তিন পার্বত্যাঞ্চল।

ফুল ভাসানো উদযাপন কমিটির উদ্যোগে সকাল সাড়ে ৬টায় রাঙ্গামাটি রাজবন বিহারের পূর্বঘাটে আনুষ্ঠানিক ভাবে ফুল ভাসানো। এতে অংশ নেন কমিটির আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমা, সদস্য সচিব ইন্টুমনি তালুকদার, ইন্দু লাল, বিজয় কেতন চাকমাসহ সামাজিক, সুশীল সমাজ, প্রথাগত ও স্থানীয় নেতা, শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিপুল সংখ্যক পাহাড়ি নারী-পুরুষ।

এরপর সকাল ৯টায় শহরের গর্জনতলীতে ফুল ভাসায় ত্রিপুরা জনগোষ্ঠী। ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। এছাড়া রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর নৌকাবাইচ, বয়োজৈষ্ঠদের স্নান করানো, বস্ত্রদান, আলোচনা সভা, ঐতিহ্যবাহী গড়াইয়া নৃত্য ও পিঠা আপ্যায়ন করা হয়।

সকাল ১১টায় শহরের রিজার্ভমুখ উন্নয়ন বোর্ডের ঘাটে ফুল ভাসানো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্ট গওহর রিজভী। এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ, ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, পুলিশ সুপার আলমগীর কবিরসহ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। পরে উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘ফুলবিজু’ শীর্ষক আলোচনা সভা। এতে যোগদান করেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

বৈসাবি উৎসব শুরু খাগড়াছড়িতে

শেয়ার করুন