আদর্শ শিক্ষক ফোরামের মেধা বৃত্তির ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

চট্টগ্রাম : নগরীর উত্তর পতেঙ্গায় আদর্শ শিক্ষক ফোরামের উদ্যোগে শুক্রবার (১৩ এপ্রিল) বে-সরকারী মেধা বৃত্তির ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে স্কয়ার-২ শিক্ষক ফোরামের সভাপতি এস.এম দিদারুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ফারুখ আলম।

পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন বন্দরথানা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আরিফ রহমান, বিশেষ অতিথি ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ছালেহ আহম্মদ চৌধুরী, ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জয়নাল আবেদীন, আইডিয়াল স্কুলের সভাপতি ডাঃ মোঃ শাহজাহান আলী, ইর্স্টাণ রিফাইনারী মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন।

এসময় প্রধান অতিথি বলেন, আদর্শ শিক্ষকই পারে আদর্শ ছাত্র-ছাত্রী গঠন করে আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলতে। তাই জাতির আদর্শ মানুষদের ভবিষ্যত প্রজন্মকে তথ্য নির্ভর শিক্ষা দিয়ে জীবন গড়ার আহবান জানান তিনি।

পুরস্কার বিতরণী সভাতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মোঃ হারুণ, শিক্ষক ওমর ফারুক জয়, সংগঠনের প্রাক্তণ সভাপতি ফজল রহমান, শিক্ষক আল-আমিন, শিক্ষক নজরুল ইসলাম, ক্রীড়া ও সাহিত্য সংগঠক বাবুল হোসেন বাবল প্রমুখ।

পুরস্কার বিতরণী সভা শেষে প্রতিবছরের ন্যায় এবারো ”সুপ্রভাত”নামে একটি আর্দশ ম্যাগাজিন ’এর মোড়ক উন্মচন করা হয়। ২০১৮ সনে বিভিন্ন স্কুলের বে-সরকারী মেধা বৃত্তির ফলাফল প্রকাশে প্রায় ১০০এর মধ্যে ছাত্র-ছাত্রীকে বিভিন্ন গ্রাডে বৃত্তি প্রদান করা হয়।

শেয়ার করুন