উৎসবমূখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ রাঙ্গামাটিতে

রাঙ্গামাটি প্রতিনিধি : পহেলা বৈশাখ। বাঙালি জাতির প্রাণের উৎসবের দিন। এ উপলক্ষে সারা দেশের ন্যায় রাঙ্গামাটি পার্বত্য জেলায়ও যেন আয়োজনের কমতি ছিলোনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসনের আয়োজনে নতুন বছরের প্রথম দিনের শুরুতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

মঙ্গল শোভাযাত্রাটি শহরের পৌর চত্ত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে শেষ হয়। পরে সেখানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে আলোচনা সভাসহ বর্ষবরণের উৎসবের সূচনা করা হয়।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের আয়োজিত পান্তা ইলিশ খাওয়ানো হয় আগত শোভাযাত্রায় অংশগ্রহণ কারিদের। সাংস্কৃতিক
অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

রাঙামাটির জেলা প্রশাসক এ.কে.এম মামুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ শুভেচ্ছা বার্তায় বলেন অতীতের সব জীর্ণতা,দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানিয়ে সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। এসময় জেলার উর্ধতন কর্মকর্তা, গন ছাড়াও গন্য মান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন