ক্ষতিপুরণ পাবেন নিহতরা
গাজীপুরের টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে নিহত ৫

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ৩০ জন। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (১৫ এপ্রিল) দুপুরের দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকা আসছিল জামালপুর কমিউটার ট্রেন। টঙ্গীর নতুন বাজার এলাকায় পৌঁছলে সিগন্যালের ভুলে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়।

এ সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীরা ভারসাম্য হারিয়ে পাশের লাইনে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

টঙ্গী থানার ওসি কামাল হোসেন জানান, আহত ৩০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

শেয়ার করুন