চকরিয়া বর্ণমালা একাডেমি’র আয়োজনে বৈশাখী উৎসব

কক্সবাজার প্রতিনিধি : চকরিয়া পৌর সভার থানা সেন্টার এলাকায় অবস্থিত চকরিয়া বর্ণমালা একাডেমি’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (১৪ এপ্রিল) সকালে মঙ্গল শোভাযাত্রা একাডেমি প্রাঙ্গন থেকে বের হয়ে উপজেলা পরিষদ থেকে আবার বর্ণমালা একাডেমি’র ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রা শেষে চকরিয়া বর্ণমালা একাডেমি’র ক্যাম্পাসে পান্তা ভাত, পিঠা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চকরিয়া বর্ণমালা একাডেমি’র আয়োজিত বৈশাখের অনুষ্ঠান মালার উদ্বোধন করেন চকরিয়া বর্ণমালা একাডেমি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমিনুর রশিদ দুলাল।

চকরিযা বর্ণমালা একাডেমি’র অধ্যক্ষ আবু ওমর মোহাম্মদ আরমানের সভাপতিত্বে ও শিক্ষক সিরাজুল গণি ছোটনের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমিনুর রশিদ দুলাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফেরদৌসী আক্তার দিপ্তী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বর্ণমালা একাডেমির ভাইস চেয়ারম্যান রিফাত উম্মে সালমা, চকরিয়া সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ সন্তোষ কুমার সুশীল, ইমাম হোসেন, বিজয় রুদ্র প্রমুখ।

শেয়ার করুন