কম দামে তিন চাকার বৈদ্যুতিক গাড়ি

প্রতিদিন বাড়ছে ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা। বাড়ছে এর উৎপাদনও। এরই ধারাবাহিকতায় সবচেয়ে কম খরচে ইলেকট্রিক গাড়ি তৈরি করেছে স্ট্রম মোটরস। ভারতের মুম্বাই ভিত্তিক এই প্রতিষ্ঠানটি তাদের উদ্ভাবিত ই-কারের নাম দিয়েছে স্ট্রম থ্রি।

বাকি আর দশটা গাড়ির মতো এই গাড়িতে চারটি চাকা নেই৷ এতে রয়েছে তিনটি চাকা। পেছনে একটি ও সামনে দুইটি৷ থাকছে রিজার্ভ ট্রিক ফরম্যাটও।

গাড়িটি শহরের যানজটের কথা মাথায় রেখে তৈরি হয়েছে৷ এটি তিনটি ভ্যারাইটিতে রয়েছে৷ পিওর, কারেন্ট ও বোল্ট৷ বিভিন্নতার উপর ভিত্তি করে এটি ৮০ কিলোমিটার বা ১২০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম৷

মাত্র ২ ঘণ্টায় এই গাড়ি ৮০ শতাংশ চার্জ হয়ে যায়৷ সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৩ থেকে ৬ ঘণ্টা৷ এই গাড়িতে এয়ার কন্ডিশন, পাওয়ার উইন্ডো ও সেন্ট্রাল লকিং সিস্টেম থাকছে৷ তবে সবথেকে গুরুত্বপূর্ণ হল গাড়ির দাম৷ স্ট্রম মোটরের তরফ থেকে জানানো হয়েছে তাদের গাড়িটির দাম ত লাখ রুপি।

এই ধরনের গাড়িগুলির যেমন দাম হওয়ার কথা, তার চেয়ে এই গাড়ির দাম প্রায় অর্ধেক। এছাড়া এর পার্কিং সিস্টেমে কোনও সমস্যা হবে না৷ ছোট জায়গায় এই গাড়ি সহজেই ঢুকে যাবে।

শেয়ার করুন