
চট্টগ্রাম ৮ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মঈন উদ্দীন খান বাদল বলেছেন, আমি আমার জন্য নয়। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যাবো। আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমি মহান
জাতীয় সংসদে কালুরঘাট সেতুসহ চট্টগ্রাম তথা বোয়ালখালীর সকল সমস্যার কথা তুলে ধরি। আশা করি শীঘ্রই কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু হবে। এই কালুরঘাট সেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হবে ইনশাআল্লাহ।
শনিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বোয়ালখালীর মিলেটারী পুলস্থ নূর কনভেনশন হলে নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও বোয়ালখালীর উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
চট্টগ্রাম জেলা পরিষদের বোয়ালখালী পটিয়া (আংশিক) থেকে নির্বাচিত সদস্য মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক মোহাম্মদ জাহেদুল হক, বোয়ালখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ওবাইদুল হক হক্কানী, বোয়ালখালী পৌরসভার চেয়ারম্যান হাজী আবুল কালাম আবু, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এস এম সেলিম, বোয়ালখালী উপজেলা জাসদের সভাপতি মনির উদ্দীন আহমদ খান, দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাবুল, বোয়ালখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক নেতা মো: মুজাহিদুল ইসলাম, পোপাদিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সাংবাদিক সেকান্দর আলম বাবর, ইউপি
সদস্য মোহাম্মদ হাসান, মো. আসগর, মো. বশির প্রমুখ।
এছাড়া এ অনুষ্ঠানের পূর্বে স্থানীয় সাংসদ মঈন উদ্দীন খান বাদল বোয়ালখালী উপজেলা মহিলা মেম্বার সমিতির সাথে বোয়ালখালীর সার্বিক উন্নয়নমূলক বিষয় নিয়ে পৃথকভাবে মতবিনিময় করেন। এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা মহিলা মেম্বার সমিতির সভাপতি নিলুফার বেগম। বক্তব্য রাখেন আছিয়া খাতুন, জুবাইদা রুনু, আনোয়ারা বেগম, আরেফা বেগম, রমা বৈদ্য, হাসিনা বেগম, ফরিদা বেগম, রমা ভট্টচার্য্য, ভালবাসা দাশ, আছিয়া বেগম, হোসনেয়ারা বেগম, নাজমা আকতার, কহিনুর বেগম ও অন্যান্য মহিলা মেম্বারগণ।