ছাত্রলীগের কমিটি অবৈধ ঘোষনা করায় আনন্দ মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি : তাহিরপুর উপজেলার ছাত্রলীগে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করায় এক পক্ষের আনন্দ র‌্যালী আর অন্য পক্ষ কমিটি অবৈধ ঘোষনা করায় আনন্দ মিছিল করেছে।

শনিবার (২১ এপ্রিল) বিকালে দু-পক্ষের পৃথক পৃথক ভাবে আনন্দ র‌্যালী ও আনন্দ মিছিলটি উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। তাহিরপুর উপজেলার নবগঠিত ছাত্রলীগের কমিটির সদস্যরা শনিবার বিকেলে একটি মোটর সাইকেল র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়ে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক তানসেন তালুকদার তুষার, সহ সভাপতি রাজু আহমেদ, সাদ্দাম হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রাহাত, বদরুল আলম, আল হাদী রনি, পার্থ রায়, জয় রায়, পাঠাগার সম্পাদক অপু মুখার্জি প্রমূখ।

আলোচনা সভা শেষে নেতৃবৃন্দরা সবাই এক অপরকে মিষ্টি মুখ করায়। অন্য দিকে কয়েকটি উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা হলেও ২৪ঘন্টা অতিক্রম হতে না হতেই গত শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন সকল কমিটি অবৈধ ঘোষনা করায় তাহিরপুর উপজেলার ছাত্রলীগের অপর পক্ষ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির হোসেনকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে মধ্য বাজারে দলীয় কার্যালয়ে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা রাজন চন্দ্র, আশ্ররাউজ্জামান ইমন, দীমান চন্দ্র, পথিক হাসান নবী, আশরাফুর ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলায় ছাত্রলীগের সম্মেলনের পূর্বে বেলা ১২টায় জেলা ছাত্রলীগের গত বছরের ৩ডিসেম্বর আরিফ উল হককে আহবায়ক করে ১১সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষনা দেয়া হয় সেই কমিটি বিলুপ্ত ঘোষনা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন। কিন্তু ঐ কমিটিই সম্মেলনের পূর্বে বৃহস্পতিবার (১৯তারিখ) রাতে জেলার তাহিরপুর উপজেলাসহ কয়েকটি উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করে।

এই কমিটি গুলোকে আবার শুক্রবার রাতেই কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন অবৈধ বলে ঘোষনা করেন। এনিয়ে তুমুল আলোচনা সমালোচনা ঝড় উঠেছে জেলা জুড়েই।

শেয়ার করুন