চট্টগ্রাম : মিরসরাই উপজেলার হিংগুলি সেতু এলাকায় অটোরিকশার ধাক্কায় মারা গেছে একটি মেছো বাঘ।
বুধবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার করেরহাট-বারৈয়ারহাট সংযোগ সড়কে মেছো বাঘটি উঠে এলে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়। অটোরিকশার চার যাত্রীও আহত হন।
এলাকাবাসীরা সিএনজি অটোরিকশাটি রাস্তা থেকে দ্রুত সরিয়ে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠায়। পরবর্তিতে ব্রীজের পাশের বাগানে চিতা বাঘটি দেখা গেলে এলাকাবাসী বাঘটি আটকের চেষ্টা করে ব্যর্থ হয়। বৃহস্পতিবার সকালে চিতা বাঘটিকে হিঙ্গুলী ব্রীজের পূর্ব পাশের বাগানে মৃত অবস্থায় পাওয়া যায়। খাদ্যের সন্ধানে চিতা বাঘটি লোকালয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে।