
আচরণবিধি লঙ্ঘনের দায়ে শুক্রবার (২৭ এপ্রিল) গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের চার কাউন্সিলর প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সহকারি রিটার্নিং অফিসার মোঃ শাহিন আকন্দ জানান, পোস্টারের সাইজ নির্ধারিত আকারের চেয়ে বড় হওয়ায় এবং আঠা দিয়ে পোস্টার দেয়ালে লাগানোর অভিযোগে ২৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মোঃ হান্নান মিয়া হান্নু ও মোঃ আব্দুল করিম এবং ৯নং সংরতি ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী খন্দকার নুরুন্নাহার ও সাবিহা বেগমকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। আদালতটি পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ জোবায়ের আলম।