অস্ত্র-গুলিসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার চট্টগ্রামে

চট্টগ্রাম: নগরীর চকবাজার থানার গুলজার মার্কেটের সামনে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্র, গুলি, ককটেলসহ ৩ ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের গ্রেফতার করেছে ‌র‌্যাব-৭।

গ্রেফতারকৃতরা হলো- নগরের রসুলবাগ আবাসিক এলাকার মো. শাহ আলমের ছেলে সাইফুল ইসলাম (২৩), একই এলাকার মো. বেলালের ছেলে ফাহিম (২১) ও সৈয়দশাহ এলাকার মো. ইলয়াসের ছেলে সাকিব (২২)।

‌র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংঘবদ্ধ চক্রের ছিনতাইয়ের প্রস্তুতির খবরে নগরের চকবাজার এলাকায় অভিযান চালানো হয়েছে। র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদের নেতৃত্বে অভিযানে হাতেনাতে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের তল্লাশি করে একটি ওয়ানশুটার গান, ২ রাউন্ড গুলি, ২টি ককটেল এবং একটি ছুরি উদ্ধার করা হয়।

শেয়ার করুন