আজ বিভীষিকাময় সেই ২৯ এপ্রিল

চট্টগ্রাম : গা শিউরে ওঠা বিভীষিকাময় ভয়াল ২৯ এপ্রিল আজ। ১৯৯১ সালের এই দিনে ফুসে ওঠা সমুদ্রের ২৫ ফুট উচ্চতায় তীব্র জলোচ্ছ্বাসের তোড়ে ভেসে গিয়েছিল টেকনাফ থেকে ভোলার বিস্তীর্ণ উপকূলীয় এলাকা। ওইদিন মধ্যরাতে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লন্ডভন্ড হয়ে যায় চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, পতেঙ্গা, সীতাকুন্ড, কক্সবাজারের উপকূলীয় এলাকা। সর্বোচ্চ ২২০ কিলোমিটার গতিবেগে বয়ে যাওয়া ঝড়, জলোচ্ছ্বাসে বিরাণ ভূমিতে পরিণত হয় ১৫ জেলার ২৫৭টি ইউনিয়ন। দুই লাখ মানুষ প্রাণ হারায়। ঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতি হয় প্রায় ৫ হাজার কোটি টাকার সম্পদ। মারা যায় হাজার হাজার গবাদি পশু।

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছিল দেড়শ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় বেড়িবাঁধ। চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও শিল্প কারখানা পড়েছিল মারাত্মক ক্ষতির মুখে। অচল হয়ে পড়েছিল চট্টগ্রাম বিমান বন্দর। দ্বিখন্ডিত হয়ে হয়ে গিয়েছিল কর্ণফুলী নদীর ওপর নির্মিত শাহ আমানত সেতু।

ভয়াল ২৯ এপ্রিল উপলক্ষে সরকারি ও বেসরকারীভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। রয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্র প্রদর্শনীসহ নানা অনুষ্ঠান।

শেয়ার করুন