
সানোয়ারুল ইসলাম রনি : মীরসরাই উপজেলার সর্বত্র হাট-বাজার ও রাস্তার পাশ তরমুজে ভরপুর। ‘গরমের আরাম’ খ্যাত সবার প্রিয় ও সুস্বাধু এ মৌসুমি ফল হাটে বাজারে সকাল সন্ধ্যা পাওয়া যায়। ফলে চাহিদার কারণে দামও একটু চড়া। তাতে কৃষকের মুখেও তৃপ্তির হাসি।
সরেজমিনে দেখা যায়, মীরসরাই উপজেলার বারইয়ারহাট, মিঠাছরা, জোরারগঞ্জ, মীরসরাই বাজার, বড়তাকিয়া, আবুতোরাব,নিজামপুর, বড়দারোগারহাট সহ বিভিন্ন হাট বাজারে প্রচুর পরিমাণে তরমুজের বেচা কেনা চলছে। এসব হাট বাজারে প্রতিটি বড় তরমুজের দাম সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৩’শ টাকা এবং প্রতিটি ছোট তরমুজ সর্বনিম্ম ১০০টাকা থেকে সর্বোচ্চ ১৮০ টাকা পর্যন্ত বিক্রি করতে দেখা গেছে। খুচরা ব্যবসায়ীরা ভ্যানগাড়ি করে এসব তরমুজ বিভিন্ন এলাকায় নিয়ে মাইকিং করেও বিক্রি করতে দেখা যায়।
মীরসরাই বাজারের লাতু মিয়া নামের এক তরমুজ ব্যবসায়ী জানান, এখন গরমের দিন হওয়াতে তরমুজের বেশ চাহিদা রয়েছে। এখানে প্রতিদিন প্রায় ৮/১০ হাজার টাকার বেচা বিক্রি হয়ে থাকে।
বড়তাকিয়া তরমুজ ব্যবসায়ী জাবেদ মিয়া জানান, মীরসরাইতে তরমুজের একটি বড় ক্রেতা হলো নতুন বিয়ে হওয়া কনের বাড়িতে উপহার স্বরূপ প্রতিদিনই কেউ না কেউ ৫০/৬০ টি করে তরমুজ কিনে নিয়ে যাচ্ছে। এ ছাড়া খুচরা ক্রেতাতো রয়েছেই। বেচা বিক্রি ও চাহিদা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। এরপর থেকে স্বাভাবিক হয়ে যাবে। আস্তে আস্তে সরবরাহের সাথে সাথে দামও কমে আসবে।