
চট্টগ্রাম : নগর আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের একাধিক কমিটি কেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ওয়ার্ডগুলোতে দুটি করে কমিটি, কেন? অবিলম্বে এক করুন। ১৫টি থানায় পূর্ণাঙ্গ কমিটি নেই। কতদিন সময় দেব নাছির? একমাস সময় দিলাম। ভেতরের সমস্যা এক মাসের মধ্যে ঠিক করে আমাকে জানাবেন। সহযোগী সংগঠনেরও অভ্যন্তরীণ সমস্যা মিটিয়ে ফেলতে হবে।’
শনিবার (৫ মে) দুপুরে নগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তৃণমূলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনকে উদ্দেশ্য করে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, ‘এখন আপনাদের টিমওয়ার্ক করতে হবে। একযোগে কাজ করতে হবে। এই গ্রুপ, সেই গ্রুপ, ঘরের ভেতর ঘর, মশারীর মধ্যে মশারী এগুলো পরিহার করতে হবে।’ দলে কোনো সন্ত্রাসী, চিহ্নিত মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ধর্ম ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত না করার আহবান জানান মন্ত্রী।
নগরের এসএস খালেদ সড়কের লেডিস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও স্বাধীনতাবিরোধী অপশক্তি রুখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতকরণ, সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় উদ্বোধনী বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।
সভায় বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বর্ধিত সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রাক্তন মন্ত্রী ডা. আফসারুল আমিন, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।