
জাহাঙ্গীর আলম ভুঁইয়া : সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদের গত দু-বছরের ক্ষতি বিবেচনা করে ধানের দাম ও ধান সংগ্রহের পরিমাণ সরকারী ভাবে বাড়ানোর দাবী করেছে কৃষক। সরকার খাদ্যশস্য সংগ্রহের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তার পাশাপাশি প্রকৃত কৃষকদের নিকট থেকে ন্যায্য মূল্য ধান ক্রয় করার দাবীও কৃষকদের। কারণ হাওরাঞ্চলে এবার বোরো ধানের ফলন ভাল হয়েছে। ক্ষতিও হয়েছে ব্লাষ্ট নামক ছত্রাকের আক্রমে কিছুটা। তারপরও এবার বোরো ধানের ভাল ফলনে মহা খুশি হাওলাঞ্চলের কৃষক। জানা যায়, এপর্যন্ত জেলার হাওরে প্রায় ৪৫ভাগ ধান কাটা হয়েছে। আর কিছু দিনের মধ্যে ধান কাটা শেষ হয়ে যাবে।
এদিকে বৈরী আবহাওয়া ধান কাটার শ্রমিক সংকটের সাথে পাল্লা দিয়ে চলছে ধান মাড়াই ও শুকানোর কাজ। কৃষকের মনে এখন মহা আনন্দ। সরকারকে এই আনন্দ ধরে রাখতে হলে কষ্টের ফলানো কৃষকের ধানের দাম ও ধান সংগ্রহের পরিমাণ বাড়ানো খুবই প্রয়োজন। কৃষকের কষ্ট লাগবে সরকার বিভিন্ন ভাবে সহায়তা করায় কিছুটা মাথা তুলে দাঁড়াতে পেরেছে। এরপর চলতি বছর ব্যাংক, এনজিও, মহাজনি ঋণ নিয়ে কেউ কেউ আবার ধার-দেনা করে বোরো ফসল রোপণ করেছিল কৃষক। তাই এবার সরকারী ভাবে বোরো ধানের দাম ও ধান সংগ্রহের পরিমাণ বাড়ালে গত দু-বছরের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে সক্ষম হবে বলে মনে করে কৃষক।
হাওরাঞ্চলে এখন ৬৫০-৭৫০টাকা দরে ধান বিক্রি হচ্ছে। অথচ সরকারী ভাবে ধানের দাম ধরা হয়েছে ১০৪০টাকা। আর খাদ্য শস্য সংগ্রহের কর্মসূচি ১লা মে থেকে শুরু হবে। সময় মত ধান সংগ্রহ করার জন্য জোরালো দাবী উঠেছে সর্ব মহলে।
কৃষকদের দাবী-জেলার প্রত্যন্ত এলাকার কৃষকগণ উপজেলা সদর ও জেলা সদরে আসতে গিয়ে খরচের পরিমাণ বেশী হওয়ায় লাভের বদলে ক্ষতির শিকার হয়। সরকারী ভাবে যদি ধান সংগ্রহের স্থান বিভিন্ন বড় বড় হাওরে নিয়ে যায় তাহলে কৃষকগণ উপকৃত হবে। তা না হলে সরকারী ধান ক্রয় কেন্দ্রে ধান কেনা শুরু হলেও এর পূর্বেই প্রান্তিক কৃষকদের বিক্রয় যোগ্য ধান কৌশলে কিনে নিয়ে শুভংকরের ফাঁকি দেয় গোদাম কর্মকর্তার যোগ সাজোসে জেলার বিভিন্ন বাজারের মধ্যমত্বভোগী। ব্যবসায়ী, ফড়িয়া কৃষক, মিলমালিক ও সুবিধাবাদী ব্যবসায়ীরা।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ কার্য্যালয় সূত্রে জানা যায়, জেলার আবাদ জমির পরিমাণ ২লাখ ৭৬হাজার ৪শত ৪৭হেক্টর। এবার ২লাখ, ২১হাজার ৭৫০হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। আর বোরো ধানের লক্ষ্যমাত্র ১২লাখ ১৯হাজার ৪১৪মেট্রিক টন ধান। তবে বিভিন্ন কারনে ধান ১০লাখ মেট্রিক টনের বেশী পাওয়া যাবে বলে জানা যায়। যার মূল্য ২হাজার ৯২৪কোটি ৬৭লাখ ৩৬হাজার টাকা।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্য্যালয় সূত্রে জানা যায়, চাল সংগ্রহ করার জন্য নির্দেশনা আসছে এখনও ধান সংগ্রহ করার জন্য কোন নিদের্শনা আসে নি। সারা দেশে সিদ্ধ ৮লাখ মেট্রিকটন, ১লাখ আতব সংগ্রহ করা হবে। সুনামগঞ্জে সিদ্ধ (৩৮টাকা প্রতি কেজি) চার ১২০৬ মেট্রিক টন, আতবের (৩৭টাকা প্রতি কেজি)।
চাল সংগ্রহ করা হবে তালিকাবদ্ধ মিল মালিকদের কাছ থেকে। সারা দেশে দেড় লাখ টন ধান (২৬টাকা) সংগ্রহ করা হবে সুনামগঞ্জে ৩০হাজার মেট্রিক টন। সামায়ুন, রফিক, খেলু মিয়া, মইনুলসহ হাওরপাড়ের কৃষকগণ বলেন, এবারও জেলার এত উৎপাদনের মাঝে মাত্র ৩০হাজার মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে শুনেছি। তা একেবারেই নগন্য। এখানে ধান সংগ্রহের পরিমাণ না বাড়ালে আমাদের কৃষকদের স্বার্থই রক্ষা হচ্ছে না। ফলে হাওরে লাখ লাখ কৃষকের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
প্রতি বছরেই ধান চাল সংগ্রহ কার্যক্রম কচ্ছব গতিতে চলে। ফলে ধান সংগ্রহের তারিখ ভুলে যায় সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলে এক মাসের স্থলে ২মাসের অধিক সময় লাগে। তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, এবার ধান সংগ্রহের পরিমাণ ও দাম বাড়ানোর খুবই যুক্তিযুক্ত দাবী। কেননা পর পর দু বছর অকাল বন্যায় হাওরে কৃষককের কষ্টের ফলানো বোরো ধান পানিতে তলিয়ে যায়। এই ক্ষতি পোষাতে সরকার এই বিষযটি বিবেচনা করতে ক্ষতিগ্রস্থ কৃষকগণ উপকৃত হবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাকারিয়া মোস্তাফা জানান, এখনও ধান সংগ্রহের নির্দেশনা আসেনি। চাল সংগ্রহের নিদের্শনা এসেছে। খাদ্য শস্য সংগ্রহের জন্য জেলার খাদ্য গোদামগুলো প্রস্তুত ও গোদাম কর্মকর্তাদের কাছে চাল সংগ্রহের নির্দেশনা পৌঁছেছে। সে অনুযায়ী প্রদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের খাদ্য গোদামের যে চাহিদা আছে এর বাহিরে চাল বা ধান সংগ্রহ করা সম্ভব হবে না।