
চট্টগ্রাম : নবনিযুক্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি ট্রাফিক (উত্তর) হারুন উর রশীদ হাজারী বলেছেন, চট্টগ্রাম নগরী ছোট হলেও জনবসতি অনেক বেশী। নগরীর ট্রাফিক ব্যবস্থাকে আরো সুন্দর করে সাজানো হবে এবং যানজট মুক্ত নগরী গড়ে তোলার জন্য চেষ্টা অব্যাহত থাকবে।
মঙ্গলবার (৮ মে) দুপুরে ডিসি ট্রাফিক উত্তর অফিসে নবনিযুক্ত ডিসি ট্রাফিককে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন ১৪৪১এর নেতৃবৃন্দকে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডিসি ট্রাফিকের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং নবনিযুক্ত ডিসি (ট্রাফিক)কে ফুলেল শুভেচ্ছা জানানা।
এ সময় অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোঃ সোলায়মান, লাইন সম্পাদক মোঃ সিরাজ, মোঃ ইমরান, অফিস সম্পাদক মোঃ হারুন, চকবাজার থানা কমিটির সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ শফিকুল ইসলাম, মাঝিরঘাট শাখা সভাপতি মোঃ বশির, জাকির ও ফিরিঙ্গীবাজার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাসান এবং সদরঘাট শাখার কামাল উদ্দিন ভান্ডরী প্রমুখ।