চট্টগ্রামে অস্ত্রসহ ছিনতাই চক্রের চার সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে : নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ছিনতাই চক্রের তিন সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যে ভিত্তিতে বায়েজিদ থানা এলাকা থেকে আরো একজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৭ মে) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন- মো. সুমন (৪২), আনোয়ার হোসেন (৩০), বশির আহম্মদ ওরফে রনি (৩১) এবং খোরশেদ আলম (৩৫)।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, “এরা নির্জন স্থানে মানুষকে অস্ত্র ঠেকিয়ে টাকা পয়সা হাতিয়ে নিত।”

ওসি বলেন, বুধবার রাতে কাজীর দেউড়ি কাঁচা বাজারের সামনে ছিনতাইকারীদের অবস্থানের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়।

“ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সুমন, আনোয়ার ও রনিকে পুলিশ ধরে ফেলে। তবে রানা নামে আরেকজন পালিয়ে যায়।”

গ্রেপ্তার ওই তিনজনের কাছ থেকে একটি এলজি, দুটি কার্তুজ ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। নগরীর বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি মহসিন।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে ওই তিনজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ভোরে বায়েজিদ বোস্তামি এলাকা থেকে অটোরিকশা চালক খোরশেদকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন কাজে তারা খোরশেদের অটোরিকশা ব্যবহার করত।

পুলিশ জানায়, গত বছর ঈদের পরদিন দিদার মার্কেট এলাকায় এবং তার আগে চাক্তাই শুঁটকি পট্টিতে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ে জড়িত ছিলেন সুমন। ওই দুই মামলায় সুমনের বিরুদ্ধে অভিযোগপত্রও দেওয়া হয়েছে।

শেয়ার করুন