


চট্টগ্রাম : নগরীর বন্দর ইপিজেডস্থ তাহমিনা এন্টারপ্রাইজের উদ্যোগে এ বছরও ৩৮, ৩৯, ৪০ ও ৪১নং ওয়ার্ডের সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্রদের মাঝে সেহরী সেহ্রী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মে) বিকাল ৩ টায় নিজস্ব বাস ভবন প্রাঙ্গণে এসব সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদুল আলম চৌধুরী (তাজু)। পরিচালক মিসেস তসলিমা আক্তার, মোঃ মহসিন, মোঃ তাহসিন আলম চৌধুরী (আয়াত), তাসবিন চৌধুরী, তাহমিনা চৌধুরী, মোঃ মোরশেদ খাঁন এবং তাসরিমা চৌধুরীসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এসময় তাজু চৌধুরী বলেন, আমাদের প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন এলাকার অসহায় দুঃস্থদের মাঝে সেহরী ও ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে। পবিত্র রমজানে দুঃস্থ অসহায়দের সাহায্যর্থে তাহমিনা এন্টারপ্রাইজ সর্বদা এলাবাসীর পাশে ছিলো, আগামীতেও থাকবে। বন্দর ইপিজেড এলাকার সকল জনসাধারণের জন্য অত্র প্রতিষ্ঠানের দ্বার সব সময় উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, একই প্রতিষ্ঠানে সফল উদ্যোগ ৩৮, ৩৯, ৪০ ও ৪১নং ওয়ার্ডের সুবিধা বঞ্চিতদের জন্য ফ্রি-এ্যাম্বুলেন্স সার্ভিস এবং চিকিৎসা সেবা বন্দর-ইপিজেড ওপতেঙ্গা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।